প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এ ভিসামুক্ত চুক্তি কেবল কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের জন্য প্রযোজ্য হবে। এরইমধ্যে আরও ৩১ দেশের সঙ্গে এ ধরনের চুক্তি রয়েছে।
একই বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগে বিভক্ত করার অধ্যাদেশে সংশোধনী পাস করা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, রাজস্ব নীতি বিভাগের সচিব পদে দক্ষতার ভিত্তিতে অন্য ক্যাডার থেকেও নিয়োগ দেয়া যাবে। তবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে নিয়োগ পাবেন শুধুমাত্র রাজস্ব ক্যাডারের কর্মকর্তারা।
বিদ্যুৎ খাত নিয়ে কথা বলতে গিয়ে প্রেস সচিব বলেন, ‘বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি চুরি হয়েছে বিদ্যুৎ খাতে। সরকার তাদের পছন্দের লোকদের এ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল।’
আরও পড়ুন:
এছাড়া বৈঠকে ১০টি সংস্কার কমিশনের ৩৬৭টি প্রস্তাব দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
প্রেস সচিব আরও জানান, আগামী ২৫ আগস্ট প্রধান উপদেষ্টা কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন। তিন দিনব্যাপী এ সম্মেলন শুরু হবে ২৪ আগস্ট এবং চলবে ২৬ আগস্ট পর্যন্ত। এতে ৪০টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।
সম্মেলনের সুপারিশগুলো আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে আয়োজিত বৈশ্বিক রোহিঙ্গা সম্মেলনে উত্থাপন করা হবে, যেখানে অংশ নেবেন ১৭০টি দেশের প্রতিনিধি।