ঢাকায় অবস্থানকালে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।
আরও পড়ুন:
এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পূর্ণ পরিসরসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, পাকিস্তান ও বাংলাদেশের ক্রমোন্নত দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। মূলত এটি গত এপ্রিল মাসে হওয়ার কথা ছিল, তবে সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে তা স্থগিত হয়।