বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন ইসহাক দার

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
রাজনীতি
দেশে এখন
0

ঢাকা সফরের দ্বিতীয় দিন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ (রোববার, ২৪ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকাল পৌনে ৯টার দিকে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ও বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী।

বৈঠকে ইসহাক দার নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

আরও পড়ুন:

বৈঠক শেষে আজ বিকেলে ইসহাক দার সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে। এরপর সন্ধ্যায় যাবেন গুলশানে। সেখানে দেখা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে।

উল্লেখ্য, ১৩ বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন।

ইএ