আসিফ নজরুলসহ দু’জনের পদত্যাগ চেয়েছে জুলাই শহিদ-আহত পরিবার

জুলাই শহিদ-আহত পরিবারের বিক্ষোভ-অবস্থান
দেশে এখন
0

আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই শহিদদের স্বজনরা।

আজ (রোববার, ২৪ আগস্ট) সকালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির ঘোষণা থাকলেও পুলিশি বাধার কারণে আন্দোলনকারীরা মন্ত্রণালয়ের সামনের সড়কেই অবস্থান নেন।

কর্মসূচি থেকে বক্তারা অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের হত্যাকারীদের গ্রেপ্তার না করা, শহিদ পরিবারের ওপর পুলিশের হামলা এবং মামলার আসামিদের জামিনে মুক্তি দেয়ার ঘটনা সরকারের দ্বিচারিতা প্রমাণ করে।

তারা আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর পদত্যাগের দাবি জানিয়ে হত্যাকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

এনএইচ