এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইসহাক দার। দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আমিরের বাসায় তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে যান তিনি।
আরও পড়ুন:
একইদিন সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। আজ সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক শুরু হয়।
বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক, একটি কর্মসূচি ও একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
তিন দিনের সফরে গতকাল (শনিবার) বাংলাদেশ সফরে আসেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী। ঢাকায় অবতরণের পর তিনি গতকাল বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।