সিলেটে পাথর লুটের ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের পরিদর্শন

মন্ত্রিপরিষদ বিভাগের সাদাপাথর পরিদর্শন
এখন জনপদে
দেশে এখন
0

সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর এলাকায় পাথর লুটপাটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ তৎপর হয়েছে। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) সকাল ১১টায় মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত পাঁচ সদস্যের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পরিদর্শনে তারা খতিয়ে দেখেছেন, অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় কোনো কর্তৃপক্ষের অবহেলা রয়েছে কি না। পাশাপাশি খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে, পাথর লুটপাটের ঘটনার বাস্তব অবস্থা কী ছিল এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া যেতে পারে।

তদন্ত দলে মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার শাখা) সচিব, জননিরাপত্তা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব এবং সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রয়েছেন।

আরও পড়ুন:

উল্লেখ্য, এ তদন্ত কমিটি গত ২০ আগস্ট গঠন করা হয় এবং তাদের ১০ কর্মদিবসের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এসএস