গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় যৌথবাহিনী ব্যবস্থা নেবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
দেশে এখন
0

মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় কয়েক দিনের মধ্যেই যৌথবাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘সাম্প্রতিক সময়ে ওই এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। হামলাকারীদের ধরতে এরই মধ্যে যৌথবাহিনী গঠন করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই ভালো সংবাদ পাওয়া যাবে। অভিযানের মাধ্যমে যারা গুলি চালিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে।’

আরও পড়ুন:

এর আগে, গতকাল সোমবার সন্ধ্যায় বিশেষ অভিযানের সময় গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলা চালায় একদল সন্ত্রাসী।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, হামলাকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর হেলমেট ও বুলেটপ্রুফ ভেস্ট পরিহিত ছিল। তারা অবৈধ বালুমহাল নিয়ন্ত্রণ ও স্থানীয় চাঁদাবাজির সঙ্গে জড়িত।

ওসি আরও জানান, হামলায় গত বছর বিভিন্ন থানায় হামলা চালিয়ে লুট করা অস্ত্র ব্যবহার করা হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীরা পিছু হটলেও কোনো পুলিশ সদস্য হতাহত হয়নি।

সেজু