নির্বাচনের আগে সরকারের জন্য বাধা সৃষ্টি করতে চান না ডিপ্লোমা প্রকৌশলীরা

সাংবাদিকদের সঙ্গে ডিপ্লোমা প্রকৌশলীদের মতবিনিময়সভা
দেশে এখন
0

নির্বাচনের আগে সরকারের জন্য বাধা সৃষ্টি করতে চান না বলে জানিয়েছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবীরা। আজ (শনিবার, ৩০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তারা।

এসময় প্রকৌশল শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির বিপরীতে নিজেদের ৭ দফা দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বানও জানান তারা।

ডিগ্রি প্রকৌশলীদের দাবি ও নৈরাজ্যের প্রতিবাদে এবং ডিপ্লোমা প্রকৌশলীদের ৭ দফা দাবির পক্ষে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

এসময় গঠিত ওয়ার্কিং কমিটিতে ডিপ্লোমা ও ডিগ্রি ইঞ্জিনিয়ারদের উভয় পক্ষের একজন করে এবং অবশিষ্ট ১২ জন নিরপেক্ষ সাধারণ প্রশাসনিক ক্যাডারের জনবল অন্তর্ভুক্ত করে ওয়ার্কিং কমিটি পুনর্গঠনের জন্য জোর দাবি জানান তারা।

আরও পড়ুন:

এছাড়াও দশম গ্রেডে পরীক্ষা পদ্ধতি উন্মুক্ত করার মধ্য দিয়ে বুয়েটের শিক্ষার্থীরা টেকনেশিয়ানদের সুযোগ কেড়ে নিতে চান বলেও মন্তব্য করেন তারা। 

একইসঙ্গে নেসকোর সহকারী প্রকৌশলী মো. রোকনুজ্জামানের বিরুদ্ধে মব সন্ত্রাসে ইন্ধন দেয়ার অভিযোগ এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।

এসএইচ