গণমাধ্যমের সহায়তা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ইসি মাছউদ

আব্দুর রহমানেল মাছউদ
দেশে এখন
0

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, গণমাধ্যমের সহায়তা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই সাংবাদিকদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে কমিশন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের জন্য প্রণীত নীতিমালায় গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হতে পারে বলে সংবাদকর্মীরা শঙ্কা জানিয়েছে।

আজ (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) সকালে ইসি ভবনে কমিশনের আমন্ত্রণে মতবিনিময় সভায় থেকে এসব বিষয় উঠে আসে।

নির্বাচনে সাংবাদিকদের জন্য প্রণীত নীতিমালা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা। এটি পুনর্বিবেচনার দাবিসহ এমন নীতিমালার কারণে গণমাধ্যমের স্বাধীন কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা জানান তারা।

আরও পড়ুন:

এসময় সাংবাদিকদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা জানায় ইসি। গণমাধ্যমের সাথে কমিশনের দীর্ঘদিনের আস্থার সংকট দূর করা জরুরি বলেও জানান তারা।

তারা বলেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য।

সাংবাদিকদের দাবি অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিবে বলেও জানান নির্বাচন কমিশনাররা।

সেজু