আসিফ মাহমুদ বলেন, ‘মব আর রাজনৈতিক কর্মসূচি দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। লাশ পোড়ানোর মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয়। কাদের দায় আছে, অবহেলার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি আমি দেখবো।’
আরও পড়ুন:
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, ‘প্রথম হামলাটা জাতীয় পার্টির পক্ষ থেকে হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর জাতীয় পার্টির এমন রাজনৈতিক কার্যকর্ম বোকামি। কাদের থেকে সাহস পেয়ে এ ধরনের কার্যক্রম করা হয়েছে সেটি খতিয়ে দেখা হবে। রাজনৈতিক কার্যক্রমকে মব বলা যাবে না।’
ডিসেম্বরে নির্বাচন ঠেকাতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ।
তিনি বলেন, ‘অনেকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। তাদের মাথা খারাপ হয়ে গেছে। যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে নির্বাচন হলে তাদের স্বার্থে আঘাত হবে।’