প্রধান উপদেষ্টা বলেন, ‘নজরুলগীতি ও দেশাত্মবোধক গান গাইলেও ফরিদা পারভীন তার সুরেলা কণ্ঠ দিয়ে লালনের দর্শন ও জীবনবোধকে নতুন করে তুলে ধরেছিলেন। নানা প্রতিকূলতার মধ্যেও সঙ্গীতের প্রতি তার অদম্য ভালোবাসা এবং অনুরাগ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘এ গুণী শিল্পী বাংলাদেশের সঙ্গীত জগতে যে অবদান রেখেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনে নতুন সৃষ্টির অনুপ্রেরণা জোগাবে।’
প্রধান উপদেষ্টা ফরিদা পারভীনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ফরিদা পারভীন গতকাল রাত ১০টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি একুশে পদকসহ অসংখ্য সম্মানে ভূষিত হয়েছেন।