তিনি বলেন, ‘২ ইউনিয়নকে পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন সংসদীয় আসনের যে সীমানা নির্ধারণ করেছেন তাতে সরকার কোনোভাবে সম্পৃক্ত নয়।’
এ নিয়ে যারা আন্দোলন করছেন তাদেরকে সঠিক প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ জানানোর পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আরও পড়ুন:
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোর কমিটির সভায় আসন্ন পূজা নিয়ে বেশি আলোচনা হয়েছে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন হবে। তবে নিজেদের ভেতরের ক্রোন্দোল নিষ্পত্তি করতে হবে।’
লুট হওয়া অস্ত্র প্রতিদিনই উদ্ধার হচ্ছে বলে জানান তিনি।
এছাড়া ডাকসু, জাকসুসহ মিয়ানমার সীমান্তে মাছ ধরা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।