ইতালির টি–টোয়েন্টি বিশ্বকাপে দলে থাকছেন না জো বার্নস

ক্রিকেটার জো বার্নস
ক্রিকেট
এখন মাঠে
0

ইতালির টি–টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার জো বার্নস। একই সঙ্গে তাকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে ডার্বিশায়ারের অভিজ্ঞ ব্যাটার ওয়েন ম্যাডসেনকে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

বার্নসের নেতৃত্বেই প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল ইতালি। ভাই হারানোর শোক কাটিয়ে দলের জন্য নিজেকে নিবেদন করেছিলেন বার্নস। তবে ইতালিয়ান ক্রিকেট বোর্ড জানিয়েছে, দলীয় স্থিতিশীলতা ও সমন্বয়ের স্বার্থেই এইসিদ্ধান্ত নিয়েছে তারা।

আরও পড়ুন:

এক্ষেত্রে চুক্তি ও দুই পক্ষের চাহিদা নিয়ে মতপার্থক্য মূল কারণ বলে ইঙ্গিত দিয়েছে বোর্ড। এ সিদ্ধান্তে হতাশ বার্নসের পাশে দাঁড়িয়েছেন দলের পারফরম্যান্স প্রধান মার্কো মাস্ত্রোরোক্কো। এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে সব বিতর্কের মাঝেও জো বার্নসের অবদানকে ইতালিয়ান ক্রিকেটের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেছে বোর্ড।

এফএস