রেজা কিবরিয়াকে যে আসনে মনোনয়ন দিলো বিএনপি

রেজা কিবরিয়াকে ফুল দিয়ে বরণ করছেন মির্জা ফখরুল
দেশে এখন
0

সদ্য বিএনপিতে যোগদানকারী অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীর নাম ঘোষণা করেন। রেজা কিবরিয়া সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে।

মনোনয়নের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দলের প্রতি ধন্যবাদ জানিয়ে ড. রেজা কিবরিয়া লিখেন, ‘বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ আস্থা রাখার জন্য।’

এর আগে, ড. রেজা কিবরিয়া গত সোমবার (১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে তাকে বরণ করেন।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রেজা কিবরিয়া শুধু তার এলাকায় নয়, সারা বাংলাদেশে প্রভাব বিস্তার করবে। তার মেধা ও দক্ষতা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে সহায়তা হবে।’

আরও পড়ুন:

এ সময় রেজা কিবরিয়া বলেন, ‘বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আমি আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি।’

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নতুন করে আরও ৩৬টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে।

ইএ