নির্বাচনের ট্রেনে উঠে গেছি আমরা: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন
দেশে এখন
0

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি। আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতির খাসকামরায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘এ সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণার কথা রয়েছে। সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি।’

আরও পড়ুন:

প্রধান বিচারপতির সঙ্গে দেখা করা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা একটা সৌজন্য সাক্ষাৎ বা কার্টেসি কল ছিল।’

এছাড়া নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক চেয়েছেন সিইসি। সে বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি।

এসএস