সচিবালয়ে চার ঘণ্টা ধরে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা

অবরুদ্ধ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
দেশে এখন
1

সচিবালয়ে নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। নিজ কার্যালয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে চার ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছেন অর্থ উপদেষ্টা। সবশেষ খবরে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার পরও বের হতে পারেননি তিনি।

আজ (বুধবার, ১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত তিন থেকে চার শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে জড়ো হন।

আরও পড়ুন:

পরে তারা মিছিল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেন এবং তাকে অবরুদ্ধ করেন। এ সময় হ্যান্ডমাইকে তারা সচিবালয় ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীরা জানান, সচিবালয়ে কর্মরত সব কর্মচারীর জন্য ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে আন্দোলন করছেন তারা। এর অংশ হিসেবেই অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সচিবালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টায় পর অবরুদ্ধ অবস্থায় রয়েছেন ড. সালেহউদ্দিন আহমেদ।

ইএ