লন্ডনে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডা. জুবাইদা রহমান
দেশে এখন
0

লন্ডনে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান। গতকাল (শনিবার, ২০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে ৪টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইট। ২৫ ডিসেম্বর তারেক রহমানের সঙ্গে আবারও দেশে ফিরবেন তিনি।

শনিবার সকাল সাড়ে ৮টায় শাহজালাল বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। আগামী ২৫ ডিসেম্বর ১৭ বছর পর সপরিবারে সেদিন দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার সঙ্গেই দেশে ফেরার কথা রয়েছে ডা. জুবাইদা রহমানের।

আরও পড়ুন:

এর আগে, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার পাশে থাকতে গত ৫ ডিসেম্বর দেশে এসেছিলেন তিনি।

ইএ