মনোনয়ন গ্রহণ-বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ম দিনের শুনানি চলছে

নির্বাচন কমিশন ভবন
দেশে এখন
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের বিরুদ্ধে চলছে অষ্টম দিনের শুনানি। আজ (শনিবার, ১৭ জানুয়ারি) ৫১১ থেকে ৬১০ নাম্বার ক্রমিক পর্যন্ত চলবে শুনানি।

আজ ১০০টি শুনানি নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা রয়েছেন। দুপুরের আগে প্রথমভাগে ৫০ জনের শুনানি হবে, দুপুরের পরে বাকিদের শুনানি করবে কমিশন।

আগামীকালই (রোববার, ১৭ জানুয়ারি) শেষ হচ্ছে আপিল শুনানি।

আরও পড়ুন:

এদিকে আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের কাছে শোকজের ব্যাখ্যা দিয়েছেন ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মামুনুল হক। এসময় তাকে তুচ্ছ ঘটনায় শোকজ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মামুনুল হক বলেন, ‘গণভোটের প্রচারণা করার সময় বিভিন্ন হয়রানির শিকার হতে হয়েছে। একটি দলের প্রধানকে এভাবে হয়রানি করা হলে, অন্যান্যদের লেভেল প্লেয়িং ফিল্ড কীভাবে নিশ্চিত করা হবে? এটা নিয়ে শঙ্কা আছে।’

এসএস