তেজগাঁও এলাকায় পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ, ভোগান্তিতে নগরবাসী

পলিটেকনিক শিক্ষার্থীদের সাতরাস্তা অবরোধ, ভোগান্তিতে নগরবাসী
শিক্ষা , ক্যাম্পাস
দেশে এখন
0

ছয় দফা দাবিতে রাজধানীর সাতরাস্তায় সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। কেবল সড়ক নয়, পরে শিক্ষার্থীরা মগবাজার ফ্লাইওভারের যান চলাচল বন্ধ করে রাখে। আজ (বুধবার, ১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তারা তেজগাঁওয়ের সাতরাস্তাসহ তেজগাঁও ও শিল্পাঞ্চল এলাকার সড়ক অবরোধ করেন। এর ফলে যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

অবরোধের ফলে সাতরাস্তা ও আশপাশের এলাকার সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সকাল ১০টা থেকেই শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান নিতে শুরু করেন। সৃষ্ট যানজট মহাখালী পর্যন্ত চলে গেছে। শিক্ষার্থীরা ফ্লাইওভারে চলাচলও বন্ধ করে রেখেছে বলে জানা গেছে।

পরে শিক্ষার্থীরা মগবাজার ফ্লাইওভারে উঠে সেখানে অবরোধ করে রাস্তা বন্ধ করে দেয়। এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। তীব্র গরম ও যানজটে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।

এ বিষয়ে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) রফিকুল ইসলাম জানান, অবরোধের কারণে সড়কের অবস্থা খুব খারাপ। ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা যান চলাচল বন্ধ করে দিয়েছে। সড়কের শৃঙ্খলা ফেরাতে আমরাদের পুলিশ সদস্যরা কাজ করছেন।’

এছাড়াও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরা রয়েছেন বলে জানা গেছে।

এএইচ