আজ (রোববার, ১৮ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্র সমাবেশে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি।
এসময় নিহত সাম্যের ভাই বলেন, ‘সব সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। কোনো ফায়দা হাসিলের জন্য যেন কালক্ষেপণ না করা হয়; সেজন্য সতর্ক থাকতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে।’
এদিন সকাল থেকেই অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হয়ে সাম্য হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার চেয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ ছাত্ররা।