এর আগে, আজ সকালে বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান। এই ঘোষণার ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে এই দু’টি আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা জানান, ঢাকা-১৭ আসনে জমা পড়া ১৭টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিধি মোতাবেক বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন:
এর মধ্যে বিএনপির প্রার্থী তারেক রহমান ও জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামানসহ ১০ জনের মনোনয়নপত্র গৃহীত হয়েছে। তাছাড়া বিভিন্ন কারণে সাত জনের মনোনয়নপত্র গ্রহণ করা সম্ভব হয়নি বলে জানান শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-১৭ আসনে প্রার্থীর নাম ঘোষণাকালে তারেক রহমানের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল (৪ জানুয়ারি) পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে।





