ঢাকা-১৬ আসনে আমিনুল হকের মনোনয়ন বৈধ

আমিনুল হক
রাজনীতি
3

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে (পল্লবী-রূপনগর) আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ (শনিবার, ৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে এ ঘোষণা দেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল আমিনুল হক নিজেই তথ্য নিশ্চিত করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ঢাকা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৬ আসনের জন্য বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।’

ঢাকা-১৬ আসনটি মূলত ঢাকার পল্লবী থানা এবং রূপনগর থানার আংশিক এলাকা নিয়ে গঠিত। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২, ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত। মিরপুর ১২, ১১, কালশী এবং পল্লবী আবাসিক এলাকার বড় একটি অংশ এ আসনের অধীনে রয়েছে।

আরও পড়ুন:

গত রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-১৬ (পল্লবী-রূপনগর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন আমিনুল হক।

এদিন স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন।

নেতাকর্মীদের মাঝে আনন্দ-উদ্দীপনা ও নির্বাচনী আমেজ নিয়ে সাবেক এ ফুটবল তারকা বলেন, ‘সারা বাংলাদেশের মানুষের ভেতরে এখন উৎসবের আমেজ দেখা যাচ্ছে।’

এসএইচ