সমাবেশে বক্তারা বলেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন দেশের সার্বভৌমত্বে সরাসরি হস্তক্ষেপ, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করবে।
মানবাধিকার অফিস থেকে মৃত্যুদণ্ড বাতিলের মতো সিদ্ধান্তে সরকারের ওপর চাপ সৃষ্টি করে অপরাধ প্রবণতা বাড়াতে পারে বলেও দাবি করেন তারা।
শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করে জানান, এ কার্যালয় পাহাড়ি অঞ্চলে অস্থিরতা সৃষ্টি ও দেশের শিক্ষাব্যবস্থায় অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ ঘটাতে পারে। দেশের শান্তি, সংস্কৃতি, মূল্যবোধ ও নিরাপত্তা রক্ষায় সবাইকে হওয়ার পাশাপাশি, দেশীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার পক্ষে মত দেন শিক্ষার্থীরা।