গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় ডিইউজের উদ্বেগ ও প্রতিবাদ

ডিইউজের লোগো
ফিচার , গণমাধ্যম
দেশে এখন
0

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। শুক্রবার (৮ আগস্ট) শুক্রবার সংগঠনের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রকাশ্য দিবালোকে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় পুরো দেশবাসী হতবাক। একটি সভ্য রাষ্ট্রে এমন হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়।

হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পরও খুনিদের আইনের আওতায় আনা যায়নি বলে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, এ ঘটনা সাংবাদিকদের নিরাপত্তাহীনতার মুখোমুখি করেছে। এ ঘটনার পর থেকে গোটা সাংবাদিক সমাজ নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং চরমভাবে উদ্বিগ্ন।

আরও পড়ুন:

এ বিজ্ঞপ্তিতে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিতকরণ ও সারা দেশের সাংবাদিকদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে গাজীপুরে চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে খুন হন মো. আসাদুজ্জামান তুহিন (৩৮), যিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

এসএইচ