আজ শুক্রবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথিড্রালে ধর্মীয় সংগীত, নৃত্য ও বন্দনা গীতি, মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে আর্চবিশপ ভবনের শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়। ১০০ বছর পূর্তি উৎসবের প্রধান আয়োজন শুরু হয় খ্রিস্টযাগের মাধ্যমে। এসময় ঢাকার বিভিন্ন এলাকার ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি-সংস্কৃতি নিয়ে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
শতবর্ষ পূর্তি উৎসবে পৃথিবীর একমাত্র বাঙালি কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, বাংলাদেশের খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্ম গুরু আর্চবিশপ বিজয় এনডি ক্রুজ, বাংলাদেশে ভ্যাটিকান সিটির দূতাবাসের চার্চ দ্য অ্যাফেয়ার্স মন্সিনিয়র মারিনকো আন্তনোভিচ, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, খ্রিষ্টান ধর্মীয় নেতারাসহ সারাদেশের ৩ হাজার প্রতিনিধি উপস্থিত ছিলেন।