হজযাত্রার চতুর্থ দিনেও ভিসা মেলেনি অনেকের

জীবনযাপন , ধর্ম
দেশে এখন
0

হজযাত্রায় চতুর্থ দিনে এখনও ভিসা পাননি ১৪ হাজার ৩৪৯ জন। ভিসা জটিলতায় আটকে আছে ১৩ জনের হজযাত্রা। ভিসা হলেও টিকিট প্রাপ্তিতে বিপাকে পড়েছে এজেন্সিগুলো। তবে কর্তৃপক্ষ বলছে, ভিসা জটিলতায় কোনো হজযাত্রী ফ্লাইট মিস করলে টিকিট রি-ইস্যুতে অতিরিক্ত চার্জ দিতে হবে না।

হজ গমনে ইচ্ছুক হাজীদের চোখে আনন্দের ছাপ। পূরণ হচ্ছে মক্কা, মদিনায় যাবার স্বপ্ন।

সার্বিক বিষয় নিয়ে স্বস্তি প্রকাশ করছেন তারা। তবে রিয়ালের দাম বৃদ্ধি নিয়ে অভিযোগ করেন কেউ কেউ। বলেন, সরকারের এ বিষয়ে নজরদারি বাড়ানো উচিত।

হজযাত্রী মধ্যে একজন বলেন, ‘সৌদি আরবে রিয়ালের দামটা বাড়িয়ে দিয়েছে। সৌদির রিয়ালটা যেন না বাড়ায় বাংলাদেশ সরকার যেন সে ব্যবস্থা গ্রহণ করে।’

এদিকে এখনও ভিসা হয়নি ১৪ হাজার ৩৪৯ জন হজযাত্রীর। এ ব্যাপারে কাজ করছে ধর্ম মন্ত্রণালয়। জানিয়েছে, ভিসা জটিলতায় টিকিট রি-ইস্যুতে বাড়তি অর্থ লাগবে না যাত্রীদের।

ঢাকা হজ অফিস পরিচালক মো. লোকমান হোসেন বলেন, ‘কারও নির্ধারিত ফ্লাইটে যেতে না পারেন, তাহলে তার যে টিকিট পুনরায় রি-ইস্যু করা হবে সেখানে যেন তার কাছে অতিরিক্ত কোনো চার্জ গ্রহণ না করা হয়।’

গত তিন দিনে ভিসা জটিলতায় আটকে থাকা পাঁচজন হজযাত্রী ইতিমধ্যে দেশ ছেড়েছেন। বাকি ১৩ জনের ভিসা জটিলতা সমাধানে কাজ করছে ধর্ম মন্ত্রণালয়।

মো. লোকমান হোসেন বলেন, ‘আমরা আশা করছি সময়ের সাথে সাথে অ্যাসাইনড এর পরিমাণ বেড়ে যাবে। এখন পর্যন্ত কোনো ফ্লাইট সেরকম বেশি সিট ফাঁকা যায়নি।’

চতুর্থ দিনে ৩৭ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ১৫ হাজার ১৫৪ জন হজযাত্রী। মক্কা পৌঁছেছেন ১০ হাজার ১৯১ জন। এ বছর ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে।

এসএস