আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি ক্লাব মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জিয়া প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘নিয়মিত খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ সম্ভব।’
এ সময় খেলায় অংশ নেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে নির্ধারিত সময় শেষে ৩-২ গোলের ব্যবধানে জয় পায় ঢাকা মহানগর উত্তর বিএনপি। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।