এদিন সকাল ৬টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে নগরীর নিউ মার্কেট এলাকার সড়কে পানি জমে যায়।জলাবদ্ধতার কারণে কমেছে বেচাকেনা।
আবহাওয়া অধিদপ্তর বলছে-মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত হচ্ছে। সকাল ৯টা পর্যন্ত ঢাকায় ৫২ মি. মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সাগরে লঘুচাপের কারণে সন্ধ্যার পর আবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।