
চার দেশে প্রাকৃতিক দুর্যোগ: ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ভারত-পাকিস্তান, কোরিয়া ও যুক্তরাষ্ট্র
ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টিতে একদিনেই মারা গেছেন ৬৩ জন। দক্ষিণ কোরিয়ায় প্রাণ গেছে ৪ জনের। ভারতে গঙ্গা ও যমুনা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হওয়ায় উত্তর প্রদেশে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। এদিকে, যুক্তরাষ্ট্রের কানসাস ও নর্থ ক্যারোলাইনায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা।

টানা বৃষ্টিতে দেশের ২১ জেলায় ক্ষয়ক্ষতি; খাবার ও পানির সংকট
মৌসুমি বায়ু আর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ২১ জেলা। নোয়াখালীতে বৃষ্টি কম থাকায় শহরাঞ্চলে পানি কমলেও গ্রামাঞ্চলে বাড়ছে পানি। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য ও গোখাদ্যের সংকট। এদিকে, ফেনীর ২২টি স্থানে বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও পানি ঢুকছে শতাধিক গ্রামে। এতে পানি বাড়ছে ফেনী সদর, ছাগলনাইয়া ও দাগনভূঞাঁ উপজেলায়। এখন পর্যন্ত জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৬৫৫ হেক্টর ফসলি জমি।