'একই সাথে গণপরিষদ ও জাতীয় নির্বাচনের বিষয়ে বিএনপি ঐকমত্য হবে না'

দেশে এখন
রাজনীতি
0

একই সাথে গণপরিষদ ও জাতীয় নির্বাচনের বিষয়ে বিএনপি ঐকমত্য হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর এখনো অনেকের কথায় ফ্যাসিস্টদের প্রতি আনুকূল্য দেখা যায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

আজ (শনিবার, ৮ মার্চ) শনিবার রাজধানীর পল্টনে খেলাফত মজলিশ আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলে এসব মন্তব্য করেন তারা।

মুজিবুর রহমান আরো বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্টদের এদেশে আর জায়গা হবে না।’

আর সালাউদ্দিন আহমেদ বলেন, ‘রাজনীতির অভিধানে যা নেই তা বলে যেন ধুম্রজাল সৃষ্টি করা না হয়। বিএনপির কাছে সবচেয়ে জরুরি ও অগ্রাধিকার হলো জাতীয় নির্বাচন।'

সেজু