রাজনীতিতে যোগ দেয়ার কোনো সিদ্ধান্ত আমি এখনো নেই নাই: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
রাজনীতি
0

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আগামী দুই মাসে কয়েক হাজার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে আশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি বলেন, 'রাজনীতিতে যোগ দেয়ার কোনো সিদ্ধান্ত আমি এখনো নেই নাই।'

আজ (শনিবার, ২৬ এপ্রিল) পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর নিয়োগ পরীক্ষা পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, 'শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ দেয়ার ব্যবস্থা করা হবে।'

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'এখনও অনেক পাওয়ার হাউস আছে যারা মিডিয়া হাউসগুলোতে চাপ দিয়ে নিউজ করাচ্ছে।'

তিনি জানান, বহিরাগত তথ্যের মাধ্যমেই উপদেষ্টার পিএসকে নিয়ে সংবাদ করা হয়েছে। এখনই রাজনীতিতে যোগ দেয়ার কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

নতুন নাকি পুরাতন কোন রাজনৈতিক দলে যোগ দিবেন সেটি রাজনৈতিক ক্যারিয়ারের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নিবে বলেও জানান তিনি।

এসএইচ