আজ (বুধবার, ৩০ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলামফোবিয়া, আমাদের করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনারে বক্তৃতা করেন তিনি। এ সময় তিনি এমন অভিযোগ করেন।
মামুনুল হক বলেন, ‘নারী কমিশনের প্রস্তাবের পেছনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কেউ কেউ জড়িত। এমন জঘন্য প্রস্তাব হাসিনা সরকারও করার সাহস পায়নি।’
তিনি বলেন, ‘এই প্রস্তাবনা বাস্তবায়নের চেষ্টা করতে চাইলে আমাদের মরদেহের ওপর দিয়ে করতে হবে। এ জন্য যদি আমাদের যুদ্ধ করতে হয়, তাহলে যুদ্ধ করতে চাই।’
খেলাফত মজলিসের আমির বলেন, ‘আমরা নারীদের প্রকৃত ন্যায্য অধিকার বাস্তবায়ন চাই। ইসলাম নারীর অগ্রাধিকার, ন্যায্য অধিকারের কথা বলেছে। সে জন্য আমরা বলতে চাই: আপনারা নারীর ন্যায্য অধিকার বাস্তবায়ন করুন, তাদের পতিতাবৃত্তির দিকে ঠেলে দেবেন না।’
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে জাতীয় সেমিনারে এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, জনগণের দৃষ্টিকে ভিন্ন দিক ঘুরিয়ে দিতেই নারী বিষয়ক সংস্কার কমিশন। পেছনের কোন শক্তি উস্কানি দিচ্ছে বলেই নারী কমিশনের সদস্যরা বিতর্কিত প্রস্তাব দেয়ার দুঃসাহস পেয়েছে।
‘বিতর্কিত’ নারী কমিশন বাতিল না করলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন জামায়াত আমির।