জনগণের প্রয়োজন নির্বাচিত সরকার: তারেক রহমান

তারেক রহমান
রাজনীতি
0

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের নির্বাচিত সরকার প্রয়োজন। আজ (বৃহস্পতিবার, ১ মে) বিকেলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘সরকারের একটা অংশ সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকামী মানুষের মধ্যে বিভেদের সৃষ্টি করছে। জনগণের সংশয় কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রয়োজন। কারো সুপ্ত বাসনা যেন ফ্যাসিবাদের সৃষ্টি না করে, তার জন্য নির্বাচন প্রয়োজন।’

তিনি বলেন, ‘মানবিক করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জনগণ ও রাজনৈতিক দলগুলোকে জানায়নি। করিডোর দেয়া না দেয়ার সিদ্ধান্ত নেবে জনগণ ও নির্বাচিত সরকার। বিদেশিদের স্বার্থ রক্ষা নয়, আগে দেশের জনগণের স্বার্থ রক্ষা করতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। যাতে পরাজিত শক্তি পুনর্বাসিত হতে না পারে। জনগণের রাজনৈতিক অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি। শ্রমজীবীরা অধিকারের কথা কাউকে বলতে পারছে না। জনগণের নির্বাচিত সরকার প্রয়োজন। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন প্রয়োজন।’

এসএস