বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, বৈজ্ঞানিক, পর্যটন, জ্বালানি ও সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৈঠক নিয়ে বিএনপির মিডিয়া সেল জানায়, সাক্ষাতে বিএনপি মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ অংশ নেন।