‘আ.লীগকে নিষিদ্ধ করতে হবে সরকারের, জনগণকে কেন দাবি করতে হবে?’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়
রাজনীতি
0

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সরকারের, জনগণকে কেন দাবি করতে হবে?— দাবি তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ (শনিবার, ১০ মে) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ১২ দলীয় জোটের আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সরকারের, জনগণকে কেন দাবি করতে হবে? যদি আওয়ামী লীগ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে পারে, তাহলে বর্তমান সরকার কেন পারছে না?’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জনগণের ইচ্ছার বিরুদ্ধে যারা রাজনৈতিক কর্মকাণ্ড চালায় তারা একসময় বিলুপ্ত হয়ে যায়। আইনের শাসন বলবত করতে পারলে, কোন দল কখন নিষিদ্ধ হবে সেটার নিয়ম হবে।’

তিনি বলেন, ‘সংবিধান সংশোধনীর ব্যাপারটি করবে নির্বাচিত সরকার এবং ক্রমান্বয়ে এ নির্বাচিত সরকার রাষ্ট্র সংস্কার করবে।’

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বর্তমানে তার দেশে ফিরতে কোনো বাধা নেই। তবে নিরাপত্তাজনিত একটি বড় শঙ্কা রয়েছে।’ বিদেশে বসেও যে একটা আন্দোলন করা যায় সেটা তারেক রহমান প্রমাণ করেছেন বলেও জানান তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘১/১১র সময় বিএনপির বিরুদ্ধে দেওয়া এখনো অনেক মামলা চলমান। তারেক রহমানকে বিভিন্ন মামলা থেকে খালাস দেওয়া হলেও সেসময় তার মেরুদণ্ড ভাঙা হয়েছিলো তার কী হবে?’

তিনি বলেন, ‘খালেদা জিয়াকে মামলা থেকে খালাস দেয়া হলেও সেসময় যে তাকে মিথ্যা অপবাদ দেয়া হয়েছিল, তার যে চিকিৎসা করতে দেয়া হয়নি, তার কী হবে?

সমাবেশে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘সরকারের সাহায্য ছাড়া যে আবদুল হামিদ দেশ ছেড়েছেন সেটি বিশ্বাসযোগ্য নয়।’

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘সংবিধান পরিবর্তনের ব্যাপারটি নির্বাচিত সরকার করবে। সংস্কারের শত্রু গণতন্ত্র না, পরিপূরক। নির্বাচিত সরকার ক্রমান্বয়ে সংস্কার করবে।’

এএইচ