‘আগামীতে খালেদা জিয়া ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হবেন’

টাঙ্গাইল
এখন জনপদে
রাজনীতি
0

টাঙ্গাইলে নব-নিযুক্ত শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠানে যোগদান করার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘খালেদা জিয়া সারাটা জীবন এ দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, এই দেশের সমৃদ্ধির জন্য লড়াই করেছেন। আগামীতেও তিনি রাজনীতিতে একইভাবে সক্রিয় থাকবেন দেশের অভিভাবক হিসেবে। যেকোনো সময় তিনি ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হবেন। আগামী দিনের গণতন্ত্রের যাত্রায় তিনি দিক নির্দেশনা দেবেন।’

আজ (শনিবার, ১০ মে) দুপুরে বাসাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধে করার জন্য যেভাবে এনসিপি এখন মাঠে গেছে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা বাংলাদেশের জন্য একটি বড় ইস্যু। এই ইস্যুকে বাস্তবায়নের জন্য একটি রাজনৈতিক দল নয়। সকল রাজনৈতিক দল, সরকার, জনগণের ঐক্য দরকার। জাতীয় ঐক্যের জন্য সরকার সকল রাজনৈতিক দলকে নিয়ে যে গোল-টেবিল বৈঠক করবে মতামতের জন্য, সে আয়োজন হয়নি। কাজেই এ ব্যাপারে আমাদের দলও প্রাথমিক পর্যায়ে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে। আমাদের দলের পক্ষ থেকে এখনো চূড়ান্তভাবে কিছু বলার সময় হয়নি।’

ভারত-পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, ‘পাক-ভারত যুদ্ধ একটি স্পর্শকাতর বিষয়। পাক-ভারত যুদ্ধে উপমহাদেশের আমরা সকলেই অল্প বা বেশি ক্ষতিগ্রস্ত হব। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমাদের অর্থনৈতিক ও বাজার ব্যবস্থায় প্রভাব পড়েছে। পাক-ভারত যুদ্ধেও আমাদের উপমহাদেশে বাজার ও অর্থনীতিতে প্রভাব পড়বে।’

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মির্জা মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির খান ইমন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এসএইচ