তিনি আজ (শুক্রবার, ১৬ মে) খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষ সেমিনারে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, 'আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যা করার ইতিহাস। এক দলীয় শাসনতন্ত্র কায়েম করার ইতিহাস।'
সেমিনারে শিক্ষা স্বাস্থ্য এবং বিভিন্ন মৌলিক অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। তরুণ শিক্ষার্থীরা এ সময় বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন আলোচকদের কাছে।
সেমিনারে বিএনপির কেন্দ্রীয় নেত্রীবৃন্দ ছাড়াও জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।