হাসনাত বলেন, ‘কুমিল্লার অনেক উপজেলায় আওয়ামী লীগের রাজনীতি যেমন আওয়ামী লীগের টাকায় চলে, তেমনি বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে। বিএনপির যারা এখানে রয়েছেন তারা আমাদের শত্রুজ্ঞান কইরেন না, আমরা আপনাদের ভালোর জন্য বলছি। কুমিল্লার অনেক উপজেলায় সব দলের রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলছে।’
তিনি বলেন, 'স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ভারত কিংবা কোন মার্কিন পরাশক্তির আধিপত্য এদেশে বিস্তার করতে দেয়া হবে না। ধোঁয়াশার সৃষ্টি না করে, মানবিক করিডোর দেয়ার সিদ্ধান্তের বিষয়টি দ্রুত স্পষ্ট করতে হবে অন্তর্বর্তী সরকারকে।'
জুলাই সমাবেশে এসময় জুলাই আন্দোলনে কুমিল্লার ৩৮ শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়াও জুলাই সমাবেশে কুমিল্লার জুলাই আন্দোলনে আহত ও নিহত ৩১৩ জনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আহত-শহীদ ও বীর সন্তানদের সম্মানে জুলাই সমাবেশ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।