কর্মসংস্থান না বাড়ার পেছনে বড় বাধা সোশ্যাল ট্যাবু: ড. ফাহমিদা

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন
রাজনীতি
0

কর্মসংস্থান না বাড়ার পেছনে সোশ্যাল ট্যাবু বড় বাধা হিসেবে কাজ করে জানিয়ে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, প্রথাগত শিক্ষা দিয়ে শ্রমবাজারের ঘাটতি মেটানো সম্ভব নয়। আজ (বুধবার, ২১ মে) সকাল ১০টায় বেসরকারি গবেষণা সংস্থাটি আয়োজিত ‘যুবদের সংস্কার ভাবনা’ শীর্ষক সম্মেলনে তিনি এ কথা জানান। এসময় সরকারের দক্ষতা ও উন্নয়ন কর্মসূচির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেন তিনি।

অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে প্রত্যন্ত অঞ্চলের তরুণদের অংশগ্রহণ নিশ্চিতে সিপিডি দিনব্যাপী সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের লক্ষ্য- অন্তর্ভুক্তিমূলক, বাস্তবভিত্তিক ও ভবিষ্যতমুখী নীতিচিন্তার ভিত্তি তৈরি করা।

আয়োজনে আরো উপস্থিত ছিলেন শ্রম উপদেষ্টা ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন, ‘দেশে প্রায় ২ কোটি বেকার যুবক রয়েছেন, যাদের উল্লেখযোগ্য অংশের কোনো কারিগরি জ্ঞান নেই। অথচ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই কারিগরি শিক্ষার প্রসারে এবং এই খাতে বাজেট বাড়ানোর উপর জোর দিতে হবে।’

উপদেষ্টা আরো বলেন, ‘নীতিনির্ধারণী পর্যায় থেকে শুরু করে সমাজের সকল স্তরে কর্মের মর্যাদা এবং সুযোগ নিয়ে চিন্তাভাবনার পরিবর্তন ঘটাতে হবে। সারা বিশ্বে এখন দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে।’

তাই কারিগরি শিক্ষার প্রসারে এবং এই খাতে বাজেট বাড়ানোর উপর জোর দেন তিনি।

ইএ