নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ দিলে অনিশ্চয়তা-সন্দেহ কেটে যাবে: জামায়াতের নায়েবে আমির

নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের
রাজনীতি
0

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ দিলে জনগণের অনিশ্চয়তা ও সন্দেহ কেটে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ‘এই মুহূর্তে অধ্যাপক ইউনূসের নেতৃত্ব বাংলাদেশের জন্য অপরিহার্য।’

আজ (শুক্রবার, ২৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত পটুয়াখালী জেলা ফোরামের উদ্যোগে এক প্রীতি সমাবেশে তিনি বলেন, রাজনীতিতে হঠাৎ উত্তাপ চলছে, যা প্রশমিত করার ভূমিকা নিয়েছে জামায়াতে ইসলামী।

তিনি বলেন, ‘উত্তেজনা অনেকটাই কমে এসেছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করতে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে উদ্যোগ নিতে হবে।’

এসময় ঢাকা দক্ষিণ মহানগরের জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য দৃশ্যমান বিচার ও সংস্কার সম্পন্ন করতে হবে। অবৈধ অর্থ ও কালো টাকা উদ্ধার করে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। পরিচয়বিহীন চাঁদাবাজ ও সন্ত্রাসীর সংখ্যা আগের চেয়ে কয়েকগুণ বেড়ে যাওয়ায় নির্বাচন নিয়ে জনগণের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে।’

প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে কথা বলার জন্য রাজনৈতিক দলগুলো দায়ী বলেও মনে করেন তিনি।

এনএইচ