'জুলাই স্পিরিট ভেঙে গেলে দায় রাজনৈতিক শক্তিগুলোকে নিতে হবে'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চ
দেশে এখন
রাজনীতি
0

জুলাই স্পিরিট ভেঙে গেলে এর দায় রাজনৈতিক শক্তিগুলোকে নিতে হবে বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। দেশের চলমান সংকট মোকাবিলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজ (শনিবার, ২৪ মে) এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদী। এসময় জুলাই স্পিরিট ভেঙ্গে গেলে এর সবচেয়ে বড় দায় বিএনপিকে নিতে হবে বলেও মন্তব্য করেন হাদী। অন্যদিকে এনসিপির সমালোচনা করে বলেন, জুলাই ঐক্য বিনষ্ট করছে দলটি।

তিনি বলেন, 'ড. ইউনূসকে এই আসনে বসিয়েছে জুলাই অভ্যুত্থানের যোদ্ধা, শহীদের পরিবার ও আহতরা। প্রধান উপদেষ্টা তাদের ফেলে যেতে পারেন না।'

তাছাড়া ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করলে এই সরকারের এক সেকেন্ডেরও বৈধতা থাকবে না বলে দাবি তার।

দেশের চলমান সংকট নিরসনে সেনাবাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিরত থাকা, ড. ইউনূসকে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা বৃদ্ধি ও ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানায় ইনকিলাব মঞ্চ।

সেজু