‘শেষবারের মতো আহ্বান, আমার শপথের ব্যবস্থা নিন অন্যথায় আন্দোলন বেগবান হবে’

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন
রাজনীতি
1

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, শেষবারের মতো সরকারকে বলছি, আপনারা শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করুন। নাহলে আগামীকাল থেকে নগরবাসীকে সঙ্গে নিয়ে এ আন্দোলন আরো বেগবান করা হবে।

আজ (বৃহস্পতিবার, ২৯ মে) দুপুর সোয়া ২টার দিকে কর্মী-সমর্থকদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে সমর্থন জানাতে নগর ভবনে আসেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এসময় তিনি এসব কথা বলেন।

আদালতের নির্দেশনা না মানলে তা হবে অবমাননাকর। এজন্য দ্রুত শপথ গ্রহণ আয়োজনের দাবি জানান বিএনপি নেতা ইশরাক।

তিনি বলেন, ‘দায়িত্ব বুঝিয়ে দিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। একজন মেয়রকেই শপথ পড়াতে পারছে না, ভবিষ্যতে ৩০০ এমপিকে কীভাবে শপথ পড়াবে সরকার? শেষবারের মতো শপথ আয়োজনের আহ্বান। নাহলে আগামীকাল থেকে নগরবাসীকে নিয়ে আন্দোলন আরো বেগবান করা হবে।’

বৃষ্টি উপেক্ষা করেই সকাল থেকেই নগর ভবনের সামনে এসে জমায়েত হতে থাকেন ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা ইশরাকের সমর্থকরা। ইশরাকের প্রবেশের পর স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পুরো নগর ভবন প্রাঙ্গণ।

একই দাবিতে সকাল থেকে সব ধরনের কার্যক্রম বন্ধ করে সংহতি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নগর ভবনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন। টানা ১৫ দিন ধরেই নগর ভবনের প্রত্যেকটা ফটকেই তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

উল্লেখ্য, মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে গত ১৫ মে থেকে আন্দোলন নামেন ইশরাক সমর্থকরা। তাদের আন্দোলনের কারণে ডিএসসিসি নগর ভবন কার্যত অচল হয়ে পড়েছে।

এনএইচ