খুব শিগগিরই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে: খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
রাজনীতি
1

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, খুব শিগগিরই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। দলের নেতাকর্মীদের সে লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। আজ (বৃহস্পতিবার, ২৯ মে) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্মের সঙ্গে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে এ দেশের সঙ্গে তার নাম অবিচ্ছেদ্য করেছিলেন। সেই চট্টগ্রামেই এক সফল, সৎ, দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন।’

তিনি বলেন, ‘এদেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা এবং উন্নয়নের নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার ছিলেন শহীদ জিয়া।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাতবরণ করেছেন। সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে। খুব শিগগিরই আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাবো। এটাই শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার।’

একই অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকার ১০ মাসেও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা না করায় দেশ অনিশ্চয়তার দিকে।’

সেজু