দুই দশক পর কিশোরগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন

কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন
রাজনীতি
0

দুই দশকেরও বেশি সময় পর খোলা মাঠে লক্ষাধিক কর্মী-সমর্থকদের উপস্থিতিতে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের কর্মী সম্মেলন। আজ (শনিবার, ৩১ মে) সকাল ৯টা থেকে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে এ সম্মেলন।

দীর্ঘদিন পর এমন জনসমাগম এবং খোলা মাঠে আয়োজনে ছিল নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ও উদ্দীপনার এক ভিন্ন আবহ। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলার ১৩টি উপজেলার কর্মীরা সম্মেলনে উপস্থিত হন। শহরের প্রধান সড়কগুলোতে দেখা যায় ব্যানার, ফেস্টুন ও ইসলামি স্লোগানে সজ্জিত মিছিলের ঢল। 

জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মো. মুজিবুর রহমান।

তিনি বলেন, ‘এটিএম আজহারুল ইসলামের বিচার একটি সুবিচার হয়েছে। যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে, সেই দল ও তাদের সহযোগীদের বিচার হওয়া উচিত।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বলছি, আগে বিচার হবে, এরপর সংস্কার, তারপর নির্বাচন। যারা শুধু নির্বাচনের কথা বলে, সংস্কার চায় না, তারা প্রকৃত গণতন্ত্র চায় না। ২০১৪ সালে নির্বাচন হয়েছে বিনা ভোটে, ২০১৮ সালে দিনের ভোট হয়েছে রাতে, আর ২০২৪ সালে নিজেদের মধ্যে ভোট দিয়ে তৈরি করেছে ডামি নির্বাচন।’

এ সময় তিনি দাবি করেন বাংলাদেশের মানুষ নির্বাচন চায় তবে যেন তেন নির্বাচন চায় না। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী মদিনার আদলে ইসলামি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায় এবং সে লক্ষ্যেই কাজ করছে।’

এ সময় তিনি কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, সাংগঠনিক সেক্রেটারি ড. মাওলানা সামিউল হক ফারুকী, ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

তারা বলেন, ‘রাজনৈতিক সহনশীলতা ও জনসম্পৃক্ততা ছাড়া দেশে কোনো টেকসই রাজনীতি সম্ভব নয়।’

বিশ্লেষকরা মনে করছেন, এই সম্মেলনের মাধ্যমে জামায়াতে ইসলামীর একটি সাংগঠনিক পুনর্জাগরণ ঘটেছে।

দীর্ঘ সময় নিষ্ক্রিয়তা ও রাজনৈতিক নিষেধাজ্ঞার পর মাঠপর্যায়ে এমন ব্যাপক উপস্থিতি দলটির ভবিষ্যৎ কৌশল নির্ধারণে বড় বার্তা দিচ্ছে।

এসএইচ