রুহুল কবির রিজভী জানান, এ ধরণের অপপ্রচার রোধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, ‘ড. জুবাইদা রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘এ কাজ দুষ্টচক্রের উদ্দেশ্যপ্রণোদিত, এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে, জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। আমরা এহেন গর্হিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
এসময় তিনি অপকর্মের সাথে যারা জড়িতদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোড় দাবিও জানিয়েছেন।’