ডা. জাহিদ বলেন, ‘বাংলাদেশের মানুষ নভেম্বর-ডিসেম্বর মাসে নির্বাচন করতে অভ্যস্ত। ওই সময় পাবলিক পরীক্ষা বা প্রাকৃতিক কোনো দুর্যোগ হয় না। এছাড়া স্কুল-কলেজেগামী শিক্ষার্থীদের পড়াশোনার চাপ কম থাকে। সেজন্য নির্বাচনের জন্য উপযোগী সময় এটি।’
তিনি আরো বলেন, ‘এপ্রিল মাস হল বৈশাখ মাস। কালবৈশাখী ঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে রমজান মাস শুরু হবে।’
এসময় উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস হোসেন, সাধারণ সম্পাদক, সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিএপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।