আমির খসরু বলেন, ‘জনগণের যে প্রত্যাশা ছিল রোজার আগে নির্বাচনের, সেটা পূরণ হয়েছে। লন্ডনে সফল আলোচনা হয়েছে। গণতান্ত্রিক পথে এগিয়ে যাবো দেশ।’
তিনি বলেন, ‘নির্বাচনের দিনক্ষণ যখন নির্বাচন কমিশন ঘোষণা করবে, তখন নির্বাচনের দিকেই যাবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘সংস্কারের বিষয় ঐকমত্যের। সেটা হতে এক দেড় মাসের বেশি লাগবে না। আর বিচার তো চলমান প্রক্রিয়া। বিচারের আওতায় বিগত সরকার ও অনেককে আনতে হবে। ঐকমত্য যতটুকু হবে, ততটুকু সংস্কার হবে।’