‘কেটলি’ প্রতীক পরিবর্তন চেয়ে ইসিতে আবেদন করেছে নাগরিক ঐক্য

নাগরিক ঐক্য
রাজনীতি
1

'কেটলি' প্রতীক পরিবর্তন চেয়ে ইসিতে আবেদন করেছে নাগরিক ঐক্য। আজ (মঙ্গলবার, ১৭ জুন) নির্বাচন কমিশনে দলের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নাগরিক নারী ঐক্যের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তারসহ দুই প্রতিনিধিদল এ আবেদনপত্র জমা দেন। জানা যায়, নাগরিক ঐক্যের দলীয় পছন্দ অনুযায়ী শাপলা অথবা দোয়েল পাখি প্রতীক চেয়ে আবেদন করেছেন।

এ বিষয়ে দলের দপ্তর সম্পাদক বলেন, ‘শাপলা কিংবা দোয়েল জাতীয় প্রতীক হওয়ায় নতুন বিধিমালা অনুযায়ী অন্য কোনো প্রতীক চেয়ে আবেদন করার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন।’

এর আগে, গত বছরে ২ সেপ্টেম্বর মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যকে নিবন্ধন ও প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন।

সেজু