গতকাল (বুধবার, ১৮ জুন) রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য যান খালেদা জিয়া। কয়েক ঘণ্টা পর রাত পৌনে ১টার দিকে তিনি গুলশানের বাসভবনে ফেরেন। বাসায় ফেরার পর তার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ডা. জাহিদ।
তিনি বলেন, ‘মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আপাতত বাসায়ই তার চিকিৎসা চলবে। আলহামদুলিল্লাহ, সবার দোয়া ও আল্লাহর রহমতে ওনার শারীরিক অবস্থা এখন মোটামুটি স্থিতিশীল।’
তিনি আরও জানান, বিদেশি চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক ক্যানিডি এবং জেনিফার ক্রসের পরামর্শে চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন।
উল্লেখ্য, দীর্ঘ চিকিৎসা শেষে গত ৬ মে লন্ডন থেকে দেশে ফেরেন খালেদা জিয়া। এবারই প্রথম তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান।