জামায়াত ক্ষমতায় আসলে দুর্নীতি হবে না: ডা. শফিকুর রহমান

পথসভায় জামায়াত আমির
রাজনীতি
1

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে কোন ধরনের দুর্নীতি হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শাসক না হয়ে জামায়াতের প্রতিনিধিরা সেবক হবেন বলেও আশ্বস্ত করেন তিনি।

আজ (বুধবার, ২৫ জুন) বিকেলে রাজধানীর দক্ষিণ কাফরুলে এক পথসভায় যোগ দিয়ে তিনি আরও বলেন, ‘বিগত আমলে গুম-খুন এমনকি নিষিদ্ধ হওয়ার পরও জামায়াত ইসলাম সাধারণ মানুষের পাশে ছিল।’

একইসঙ্গে বাংলাদেশে ইসলামি আইন প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

জামায়াতের বিভিন্ন সমাজসেবামূলক কাজ তুলে ধরে দলের আমির বলেন, ‘আগামীতে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না।’

এসময় বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন জামায়াত আমির।

পথসভায় সকলকে আগামী নির্বাচনে আমিরে জামায়াতের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান অন্যান্য বক্তারা।

এনএইচ